ভাত
অমিত কুমার বর ##
বাবার ঘুম ভাঙে
নিঃশব্দে চলে যায় মাঠে,
তারারা জেগে দেখে
ঘুমিয়ে থাকে গোটা দেশ।
শক্ত কাঁধে, কালো শক্ত চামড়া
দেশের বোঝা তাতে,
জীর্ণ হাড়ে ধরে রাখে সাম্রাজ্যটা।
রাজারা আসে যায়, যুদ্ধ হয়
অথচ রক্ত ঝরে বাবার!
কখনও বা’ প্রকৃতির কোপে
বাড়া ধান যায় রসাতলে,
বাকিটুকু যা বাঁচে
ফড়েদার লুঠে ছলেবলে।
মহামারী, ব্যাধি, জরা,খরা
বাবা তবু উদ্বিগ্ন নয় তাতে
আবার পুঁতেছে ধান
এ রাষ্ট্র যেন না মরে ভাতে!
কাকারা কেহ রিক্সা চালায়,
ইমারত গড়ে কেহ, মাটি কাটে
মাঠে খাটে পরিবার গোটা।
স্বপ্ন দেখায় এ দেশ
রঙিন চোখে বর্ণময় দিনের,
রক্তে-ঘামে ভেসে যায় সবকিছু
মা তবু থাকেনি অভিমানে।
সবার মুখে জুগিয়ে অন্ন তারা
বসে আছে খালি পাতে,
চিন্তায় বিহ্বল তারা
এ রাষ্ট্র যেন না মরে ভাতে!