ভূত পুষতেন জানি
তুহিন কুমার চন্দ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর ##
মায়ের
সাথে রাগ করেছি ভাব দেবো না আর,
বাঁশের বনে থাকবো একা ডাকুক
বারংবার।
হাঁটতে
থাকি তাল ঝমাঝম বদ্যিনাথের বাড়ি,
ঐ শ্মশানের পিছনটাতে তালের
গাছের সারি।
তারপরেতে
বাঁশের বাগান বদ্যিনাথের বাপের,
শুনেছি তিনি ভূত পুষতেন এটাই
ভীষণ চাপের।
হাটতে
থাকি হাটতে থাকি আঁধার নামবে নাকি,
শ্যাওড়া তলায় কি ওটা গো
জানটা কোথায় রাখি।
পিছন
থেকে জামার কলার টেনেই বললো জোরে,
রাগ করেছো ভাল কথা ফিরেই যাবে
ভোরে।