ভূমিকম্পের পরে
অর্চনা পূজারী (মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদঃ বাসুদেব দাস ) ##
অ্যানাসথেশিয়া ক্রমশ অবশ করে আনা
আমার শরীরে
আমি নিজেই হারিয়ে যাবার সময়
স্টেরিলাইজ করা ছুরি, কাঁচি আর সূঁচের
টুং টাং
কোথাও ভূমিকম্প
একটা কান্না থেমে থেমে
যেন পাহাড়ের বুকে একটি সরোবর
তার মধ্যে একটি পদ্ম
অপারেশন থিয়েটারের উজ্জ্বল আলোতে
হাত-পা আছড়ে
সূঁচের আগায় ব্যথা নিয়ে নিয়ে
বিধ্বস্ত হয়ে এসেছিল আমার শরীর
তবু কোথায় যেন
অমৃতকুম্ভের পার ভেঙ্গেছিল
স্পর্শ,আঃ।স্পর্শ
ফুটে ঊঠেছে
এক জোড়া ঠোঁটের একটু হাসি
কাল যন্ত্রণার দুর্গন্ধ কাবু করেছিল
আজ একটু হাসি ফুটেছেé
মৃত্যুর ওপারে কালো,কদাকার
আমি ফিরে এলাম
জীবন সত্যিই জ্যোতিষ্মান
সুখী হওয়ার বাসনায় বন্দি
আমরা যেন কোথাও ফেলে এলাম
সুখী হওয়ার স্বরলিপি