ভেজা চিঠির খাম
শুক্লা মালাকার
##
আজকে আকাশ কালো কাজল চোখ
তোমার আমার তুমুল শ্রাবণ হোক
ভিজছে শহর ভিজছে ফুটপাত
পরীর ডানায় ভেসে থাকাটাই কাজ
মেঘের ছাতায় আজকে হাজার ফুটো
অফিসপাড়ায় ভাসছে খড়কুটো
ভিজছে যত উড়ালপুলের হাত
ঝাপসা ধারায় আগুন অনুবাদ
নিরুদ্দেশে হাজার বারিস ঘ্রাণ
লুকোনো খাতায় বেহিসেবি কলতান
টাঙিয়ে রাখা উজ্জ্বল সেই ঋণ
ধূসর জলে মিশেছে প্রতিদিন
স্মৃতির খাঁজে জমছে ধুলোবালি
সময় ভেঙে বর্ষা আবার এলি!
বাইশটা বছর ভেজা চিঠির খামে
আজও বৃষ্টি তোমারই জন্য নামে।