ভোটের জন্য ফেসবুক
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আলাদা কন্ট্রোল রুম খুলছে ফেসবুক। এই কন্ট্রোল রুম খোলা হচ্ছে দিল্লিতে। ফেসবুকের ভারত ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠাকরাল জানিয়েছেন, দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রচার, ফেক নিউজ, ভুয়া, মিথ্যে বা আপত্তিকর পোস্ট-সহ যাবতীয় বিষয়ে ২৪ ঘন্টা নজরদারী চালানো এবং নিয়ন্ত্রণ করা হবে দিল্লির ওই কন্ট্রোল রুম থেকে।
আমেরিকার পর ভারতই হবে দ্বিতীয় দেশ, যেখানে নির্বাচনের আগে আলাদা করে এই রকম কন্ট্রোল রুম খুলছে ফেসবুক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে জনসংযোগের ক্ষেত্রে প্রার্থীদের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠবে সোশ্যাল মিডিয়া। কিন্তু আগেই দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারও হয় সবচেয়ে বেশি। মিথ্যা, ভুয়ো বা আপত্তিকর বার্তা ছড়ানোর চেষ্টা চলে। ভোটের সময় আলাদা কন্ট্রোল রুম খুলে সে সব বিষয়েই নজর রাখবে ফেসবুক।