ভ্রু-র মধ্যে…
সাত্যকি ##
একটা প্রায় আধশোয়া বিকেলের পাশে ঘুম ভেঙে উঠতে থাকা বাহারি সন্ধ্যে হাজার হাজার বাতির আলো পিছনে পিছনে ছুটতে থাকা মানুষ উচ্চস্বব্রের কথাগুলো গুমটির মত চেপে বসে আছে হুটপাট ছুটছুটি বাহারি আলোর মত আলাপী মেজাজ এই সবের মাঝে একটা জরাজীর্ণ আমি আর একটা হার না মানা তুমি কতকাল কেটে গেছে সেই একই অবয়ব এককাট্টা মেজাজ দুদিকের ভ্রু-র মধ্যে যে ব্যবধান তারই মত মেপে আলাদা করেছো দুঃখ সুখকে যেটা একেবারেই আমি পারিনি আর পারিনি বলেই বারবার হার মানতে হয়েছে রবিবারের কাছে আনন্দের কাছে আলোর কাছে উৎসবের কাছে আলো যখন খেলা করেছে পুবের জানালায় বৃষ্টির ভেজা ঘাসে কিংবা মিলেনিয়াম পার্কের বেঞ্চে তখন আমি ছুটছি অতৃপ্ত আত্মা নিয়ে কোনো অনিদেশ্য জীবনবাড়ির দিকে আজও হাজার খানেক আলো মানুষে চেপ্টে যাওয়া কিন্তু কি উদ্যমে মাথা তুলতে চাওয়া কথাদের ভিড়ে তোমাকে দেখার পর জমানো ছবিগুলো অ্যালবামের প্রতিটা পৃষ্ঠায় লুকোচুরি খেলে গেল মুহূর্ত সময়ের হিসাব না রেখেই…