মরীচিকা
হেমা বর্ধন ##
ভিতর ঘরে অবিরত খেলা করে আলো আঁধারি,
আনমনে বিছানার চাদরে লালনীল ফুল তুলি।
মনকে রাখি বুদ্ধির চিলেকোঠায় বন্দি।
আমি মরীচিকার ভ্রমে জীবনকেই ভুলতে বসি!
মুঠো খুললেই বয়ে যায় চোরাবালির স্রোত,
তবু নিয়মমাফিক স্বপ্ন বোনায় নতুন একটা ভোর,
বয়ে নিয়ে আসে নব আশা নব প্রত্যয়
ব্যস্ত হয়ে পড়ি বাক্সভর্তি করতে কিছুটা সময়।
সন্ধ্যা নামলেই হাস্নুহানার গন্ধ,
মনে করিয়ে দেয়——
আমি নিছকই নাটকের একটা অঙ্গ !!