মেদুর শারদ বেলা
সুনন্দ মন্ডল##
একটু একটু করে সরে যাচ্ছে চাঁদ
ঘন কালো রাতের মহামারী পেরিয়ে।
ছায়াবৃত্তে অপেক্ষমান সূর্য
উঁকি দিচ্ছে আকাশের কোণে।
জাগো, দেখো আগমনী বাতাস
পাখিদের ডানায় লেপ্টে।
তুমি এসো জানালায়,
আলো নিও হাতে, মুখে।
বর্ষার বিষণ্ন বিকেল শেষ
পড়ে আছে মেদুর শারদ বেলা।
শরীরের কোষে বইছে উৎসবের আমেজ
ব্যস্ততা রেখে কিছুটা আনন্দ ভাগে নামা।
জীর্ণতা ভুলে একটু সুরেলা গলা
কতদিন যেন ছেড়ে আছি মা কে।
মহামায়া জানি জগজ্জননী ত্রাতা
বেসুরো সমাজের এই চারদেয়ালে।