মেলা ফুরিয়েছে কোলাহল অস্তাচলে
শম্পা ##
তোমায় খুঁজে পাওয়ার মুহূর্তরা
আবেশে জড়ায়, দিশেহারা হয় এ জীবন
সপ্তাহের দিনগুলো চলে যায়, চলতে থাকে,
হঠাৎ মনে হয়, প্রিয়জনেষু নেই,
নিশব্দে মিলিয়ে গেছে,
শূন্যতা ভরাট হচ্ছে নিগূঢ় নিয়মে।
পবিত্র আলোর ঝলকানিতে অপলকে শুধু দেখেছি,
মুখ থেকে ঝরে পড়ে কঠিন শব্দ,
দৃষ্টিতে আগুন উপেক্ষা করে, তার কাছে যেতে চেয়েছি, ততই যোজন ফারাক তৈরী হচ্ছে
প্রার্থনার ভাষা ক্রমাগত মিলিয়ে যাচ্ছে
কোনো ভবিষ্যতবানীতে একথার উল্লেখ নেই।
আমার জন্য উদয়ের রোদের খেলা শেষ হয়েছে,
অস্তাচলের আলো আমার মুখে পড়েছে
একটু একটু করে সব শেষ হলে ধরে নিতে হবে
আর থাকবো না, আমি ডুবে যাচ্ছি,
আমি না থাকলেও উদয়অস্ত হাহাকার করবে না।