যদি চাও
বদ্রীনাথ পাল ##
যদি চাও করোনার থেকে নিস্তার-
মুখে নাও মাস্ক, হাতে স্যানিটাইজার।
বাহিরে যেও না যদি না থাকে কারণ-
অকারণ ঘোরাঘুরি, সেটাও বারণ।
স্নান খাওয়া সবে থাক গরম সে জল-
এড়িয়ে চলবে সব ভীড় কোলাহল।
নমস্কার করে আজ ভদ্রতা চাই-
করমর্দনে জেনো কোনো কাজ নাই।
ব্যথা, কাশি, সর্দি হয় যদি জ্বর-
ডাক্তার দেখানোতে হবে তৎপর।
মেনে চলো যদি ভাই এ ক’টি নিয়ম-
জানবেই দূরে রবে এ করোনা -যম।