যদি হারিয়ে যাই
সিলভিয়া মন্ডল ##
যদি হঠাৎ করে হারিয়ে যাই
তাহলে কি খুঁজে পাবে?
নাকি প্রকৃতির নিয়মে বিলীন হব,
কুয়াশার আবছায়া দৃষ্টিতে
অন্ধকারে কি খুঁজবে আমায়?
নাকি নতুন ভোরের অপেক্ষায় থাকবে?
অজান্তেই ছদ্মবেশে ধরা দেবো।
আচ্ছা চিনতে পারবে আমায়?
যদি কোনো গোলকধাঁধায় আটকে পড়ি
পারবে কি বের করে সাজিয়ে নিতে?
নাকি প্রতি নিদ্রা নতুন স্বপ্নের খোঁজে
যাযাবরের মত পথ চলতি পথিক হবে।