রক্তদান
মিঠুন মুখোপাধ্যায়, গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা ##
রক্তদান মহৎ দান নাইকো যার তুলনা
রামের রক্তে বাঁচে রহিম একথা কভু ভুলো না।
টাকা দিয়ে সব কেনা যায়, যায় না শুধু রক্ত
শরীর ছাড়া তৈরি করা ভীষণ ভাবে শক্ত ।
রক্তের কোনো জাত নেই, নেইকো কোনো পরিচয়
রক্ত শুধু মানুষ চেনে জাত-পাত চুলোয় যায়।
ভেদাভেদ দূরে রেখে রক্তদান করুন ভাই
জীবন দানে রক্তের কোন বিকল্প নাই।