রক্তে রাঙা ঊনিশ
বিপ্লব গোস্বামী ##
আমার বোনের শোণিত স্রোতে
ঊনিশ
তুমি লাল,
আমার
ভাইয়ের রক্তে রাঙা
ঊনিশশো
একষট্টি সাল।
রক্তে
সেদিন রাঙা রেলপথ
রাঙা
হলো মাটি ;
বাঙালি
সেদিন বুঝিয়ে দিলো
ভাষাপ্রেম
কত খাঁটি।
ঈশানবংলা জোড়িয়া
উঠলো সেদিন
কেবল
একটি স্লোগান
চাইলে
আরো জান দেব
তবু
দেবনা জবান।
বীর
বাঙালির মহা আন্দোলনে
কাঁপলো
সেদিন সরকার।
স্বীকৃতি
দিলো বাংলা ভাষা
বাঙালি
পেলো অধিকার।
বিশ্ব
সেদিন মুগ্ধ হলো
দেখে
বাঙালির বীরত্ব
অধিকার
পেলো বাংলা সেদিন
মিটলো
ভাষার দাসত্ব।