রক্ত দাও, পেঁয়াজ নাও
‘রক্ত দাও পেঁয়াজ নাও’। শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি। এবার রক্তদান কর্মসূচিতেও ঢুকে পড়ল পেঁয়াজ। এক ইউনিট রক্ত দেওয়ার বদলে প্রতি রক্তদাতাকে দেওয়া হল এক কেজি পেঁয়াজ। গুজরাটের সুরাটের ওম সাই জলারাম নগরে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয় রক্তদান কর্মসূচির। এর প্রধান আকর্ষণ ছিল রক্তদাতাদের পেঁয়াজ দান। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই লোকজনে ভরে যায় রক্তদান কর্মসূচিতে। সকাল এগারোটা থেকে শুরু হয় কর্মসূচি। আয়োজনে মোট ১২৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
এমনিতে রক্তদানের পর রক্তদাতাকে কোনও উপহার দেওয়া নিষিদ্ধ। তবে এক্ষেত্রে উপহার দিয়ে মোটেই অপরাধবোধে ভুগছেন না উদ্যোক্তারা। তাদের মতে, রক্তের মতোই দামি হয়ে উঠেছে পেঁয়াজ। কারণ পেঁয়াজের দাম এখন মধ্যবিত্তের চোখে জল এনে দিয়েছে। সুতরাং রক্তদান সচেতনতার পাশাপাশি এটি এক ধরনের প্রতিবাদও। বাংলাদেশ আর ভারতের বাজার গরম করে রেখেছে পেঁয়াজ। দেশের বাজারে কোথাও ১৫০ টাকা আবার ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বড় বড় হোটেল-রেস্তোরাঁয় অনেক খাবারেই পেঁয়াজের বদলে অন্য কিছু ব্যবহার করা হচ্ছে। পেঁয়াজ ছাড়া মাছ-মাংসের রেসিপি এখন হটকেকের মতো চলছে বাজারে। কলকাতাতেও সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে পুরস্কার হিসেবে দেওয়া হয় ১ কেজি পেঁয়াজ।