রথের ছড়া
তুহিন কুমার চন্দ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর
##
ভরদুপুরে টানছি রশি রথের চাকার ঘরঘরে,
ঠামমা বলেন যতই বকিস টানলে পাবি স্বর্গরে।
রথের ভেতর আছেন বসে তিন ভগবান মূর্তিমান,
টানছে রশি ঠাকুরদাদা মাঝে মধ্যেই সূর্তিখান।
টানছে রশি পাড়ার পাঁচি খেদি দেখি সামনেরে,
জয় জগাভাই সঙ্গে বলাই দেখি তাদের রঙ্গরে।
চন্ডীতলায় রথের মেলায় লটকা কিনে রাগ করি,
জয় জগন্নাথ টানছি তোমায় রথের রশি ভাগ করি।
থুনকি বুড়ি রথের দড়ি সামনে থেকে টানছিলেন,
ভিড়ের ভেতর আছাড় খেয়ে হাপুস চোখে কানছিলেন।
চড়কি হাতে মুড়কি মোয়া নন্দী কাকুর নাত নাতি।
মেলার থেকে আনলো কিনে খেলনা বাটি আর হাতি।
ভর দুপুরে টানছি রশি রথের চাকার ঘরঘরে,
বৃষ্টি হলেও টান না রশি টানলে পাবি স্বর্গরে।