রবি কবি
প্রহাণ মুখোপাধ্যায়, সপ্তম শ্রেণী ##
সে ছিল এক মহান কবি
নামটি তাঁর ছিল রবি
কবিতাই ছিল তাঁর প্রাণ
সঙ্গে ছিল গল্প ও গান
জোড়াসাঁকো- এ জন্ম তাঁর
সম্ভ্রান্ত ঠাকুর পরিবার
জমিদারী ছিল যে পেশা
কিন্তু কবিতা লেখার ছিল নেশা
আজ মোরা গাই যে গান
সেখানেও রয়েছে তাঁরই অবদান
বঙ্গের নাট্যসমাজ আমরা দেখতে পাই
সেখানে তাঁর অসীম কর্ম পেয়েছে মনে ঠাই
রবি ঠাকুর মোদের গর্ব, তিনিই মোদের আশা
তারই কলমে ধন্য মোদের সোনার বাংলা ভাষা