রাতের প্রিয় আকাশ
অঞ্জলি দে নন্দী, মম ##
চেয়ে থাকি একা।
অশেষ এ দেখা।
অগণিত তারা।
আমি বাক্ হারা।
একা শশী তাকিয়ে আছে।
কেমনে পৌঁছই ওর কাছে?
অপরূপ ওর অপলক দৃষ্টি।
জ্যোৎস্নার ঝলক করে সৃষ্টি।
যুগে যুগে যুগে আকাশ রহস্যময়।
কত দৃষ্টি যে তার দিকে বয়।
জানি না ও আমার যে কে হয়?
তবুও কেন যে এতো ভালবাসি ওকে?
কেন যে ও তৃষ্ণা জাগায় চোখে?
হয় তো বা বলে তারা রাশিরাশি,
ওহে কবি! তোমায় অনন্ত ভালোবাসি।