রাতের শেষে
জয়িতা চট্টোপাধ্যায় ##
তোমার ঘুমের ভেতর যেমন আমি জেগে থাকি
আমি কথা বললেই তোমার আকাশে মেঘ হয়
বৃষ্টিতে ভিজে যায় কত ছাতারে পাখি
মাটি ভিজে ওঠে আনন্দে, আহ্লাদ করে নিই পরস্পর
আদর করে জাগিয়ে তুলি জল তোমার শরীরে
ঘনিয়ে ওঠে গাঢ় চুম্বন, ভেজা পাথরের শরীর থেকে তখন জন্ম নেয় প্রজাপতি, প্রস্থানের পথ কঠিন
কান্না গিলে নেওয়াটা সেখানে জরুরি।
প্রেমে পড়া মানেই একটা অতিরিক্ত শরীর নিয়ে ঘোরা, রাস্তায় ঘাটে বর্ষাকাল আসবে মানেই ঝলসে উঠবে আগুন, ফাঁকা মাঠের অস্তিত্বের ওপর, তুমি পুড়ে যাওয়ার আগে দেখবে মুছে দিয়েছি সব রক্ত, ঘুমের ভেতর একটু একটু করে পুড়ে যাব আমি
তোমার ভালোবাসায় গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়বে চুম্বন, ডানা পোড়ার গন্ধ মুছে যাবে আমার নগ্ন শরীর থেকে, খুব মন খারাপ গলায় ডেকে দেব তোমায় রাতের শেষে।।