লকডাউন
সুমান কুণ্ডু, কলকাতা ##
আমার শহরে আজ কারফিউ
নেই কেউ কোত্থাও নেই
শুধু মাথার উপর একটা মস্ত নীল আকাশ আছে
নাম জানা বা না জানা পাখির কুজন আছে
দূষণহীন মুক্ত বাতাস আছে
আর আছে একরাশ ভয়
কখন ওই ভয়ঙ্কর গেরিলাটা জাপটে ধরে
যে তান্ডব চালাচ্ছে সারা পৃথিবীজুড়ে।
ট্রাম, ট্রেন, বাসগুলো থমকে রয়েছে সার বেঁধে
চীন থেকে আমেরিকা
ভারত থেকে ইটালি বা জার্মানি
আজ এক অজানা আতঙ্কে স্তব্ধ, রক্তাক্ত ফসিল।
আমার পাড়ার দুপুরটা কেমন যেন অচেনা
ঘুমিয়ে রয়েছে কালের কুলকুন্ডলিনীতে।
শেষ কোথায় এই অসীম প্রতীক্ষার
কি আছে শেষে?
কবে জাগবে ধরিত্রী এই কালঘুম থেকে?
কবে দেখবো আবার মানুষের সুনামি?
হাতে হাত ধরে একসাথে চলার অঙ্গীকার!
এ প্রশ্ন অজানা, অদেখা, অনভিপ্রেত।