লিপি
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
সিন্ধুর মতো দল বেঁধে জীবনের সাথে তুমি চলো,
সবুজ বনের মতো উত্তরের বাতাস বুকে নিয়ে কথা বল।
হৃদয়ের বন থেকে বেজে ওঠে বীণার সুর
জীবনের অধীর আঘাতেও তোমাকে পেয়েছি দূর থেকে দূর।
কি জানি কখন কোন তারে ছিঁড়ে ফেঁড়ে গেছে কোন প্রেম,
অঘ্রাণের রাতে এমন ভাবে ছিঁড়ে দিতে পারে শুধু প্রেম।
পাতার বুক ছিঁড়ে চলে গেছে হাওয়া তোমারই মতন,
পাখির মতন বুকে ব্যথা নিয়ে হিমের হাওয়ার হাতে নিজেকে দিয়েছি তুলে, আকাশে নক্ষত্রের মতন।
বিদীর্ণ শাখার শব্দে ঘুম ভেঙে গেছে,
অসুস্হ ডানার কোলাহল ঝড়ের হাওয়া ক্ষীণ বাতাসের মতো বেয়ে,
আগুন জ্বেলে গেছি অঙ্গীকারের মতো
আমাদের জীবন চলছে বিহ্বলতা সয়ে দিন রাতের মতো,
তার ছিঁড়ে গেছে তবু তোমাকে বীণার মতো করে বাজাই,
যে প্রেম চলে গেছে তারই হাত ধরে হৃদয়ের গান গাই।।