লোককবি এনামূল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০১৯
২০ অক্টোবর, রবিবার, পশ্চিম মেদিনীপুরের বেলদায় অনুষ্ঠিত হল মহাসাহিত্য আড্ডা ও লোককবি এনামূল আলি খান স্মৃতি সাহিত্য প্রদান অনুষ্ঠান। পুরস্কার পেলেন খড়গপুরের কবি অসীম ভুঁইয়া। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ও বাংলাদেশ থেকে প্রায় দেড়শো জন কবি সাহিত্যিক যোগদান করেন এই সাহিত্য আড্ডায়।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান, কবিতা পাঠ, গল্পপাঠ ও সাহিত্যের আলোচনা চলে। এইরকম একটি আন্তর্জাতিক সাহিত্য মঞ্চে কবিতা বিভাগে বিশেষ স্বীকৃতি হিসেবে অসীম বাবুর হাতে “এনামূল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান” তুলে দেন সাহিত্যিক জনমেজয় সাহু।