শঙ্কিত
জয়ীতা চ্যাটার্জী ##
আমার পৃথিবীর আকাশ জ্বলছে
সোনালী অগ্নির মতো স্হির নীল পিলসুজে
এই পৃথিবীর শেষ রোদ্দুরটুকু খুঁজে
কই পাওনি তো তুমি, পায়নি তো কেউ
শুধু লেগে আছে দুঃখের চাপ চাপ ঢেউ
ডুবে যায় শঙ্খচিল তবু চোখ বুজে আছি
রক্তাক্ত সোনা নিয়ে আছি নগরের কাছাকাছি
কেউ জানল না এ ত্যাগ, শুধু তারা রক্তের সন্ধানে
যদি সূর্যের ঐ পিঠে থাকে আমার তিল তিল করে পুড়ে যাওয়ার মানে।
ছক কেটে ব্যথাদের উড়িয়ে দিই আঁধার আকাশে
জীবন অন্য এক মন, অন্য এক মনের শরীর নীরবে ভালোবাসে।
এভাবেই নেমে আসুক ইচ্ছার শান্তি লাল সূর্যের পিছু পিছু,
দূরে আকাশ মিশেছে কালোয়, মিশেছে মানুষ ও কিছু কিছু।
নিঃশেষে নিজেকে পাই যন্ত্রনার গাহনে অন্ধকার সমুদ্রের জলে,
একটি আলোক স্তম্ভ তারও পরে আছে বলে।।