শিক্ষক দিবসে
শঙ্কর ঘোষ, কৃষ্ণনগর, নদীয়া ##
পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস
পালিত হয় দেশে,
ছাত্র ছাত্রীরা এই দিনেতে
থাকে নব বেশে।
ডক্টর সর্ব পল্লী রাধা কৃষ্ণাণের
পাঁচই সেপ্টেম্বর জন্মদিন,
তাঁর অবদান স্মরণে রাখিবে
শিক্ষক কুল চিরদিন।
আদর্শ শিক্ষক ছিলেন তিনি
আমাদের এই দেশে,
আজকের শিক্ষকেরা আদর্শ ছেড়ে
থাকেন ভদ্র বেশে।
ছাত্র শিক্ষক মধুর সম্পর্কটা
গেছে কোথায় চলে,
“শ্রদ্ধাবান লভ্তে জ্ঞানম্” প্রাচীন
মুনিরা গেছেন বলে।
শ্রদ্ধা ভক্তি থাকলে মনে প্রকৃত
মানুষ হওয়া যায়,
পিতা মাতা পরম গুরু মানে
আজ কয় জনায়।
পিতা মাতাই দেখান মোদের
এই পৃথিবীর আলো,
তারাই হলেন প্রথম গুরু
চান মোদের ভালো।
শিক্ষক হলেন শিক্ষা গুরু
পথ চলার দিশা,
তাঁর শেখানো পথে চললে
কাটবে দুঃখ নিশা।
কোথায় যেন হারিয়ে গেল
আদর্শ শিক্ষা গুরু,
যাঁদের আদর্শ পাথেয় করে হয়
ছাত্রদের জীবন শুরু।
দেশের সর্বত্র শিক্ষক ধর্মঘট
যাচ্ছে দেখা আজ,
পুলিশের লাঠিতে হঠছে তারা
নেইকো তাতে লাজ।
এই দৃশ্যে ছাত্রদের মাথায়
পড়ছে ভেঙে বাজ,
কাদের শিক্ষা গ্রহণ করবো
আমরা ছাত্ররা আজ।
শিক্ষক দিবসে ঈশ্বরের কাছে
করি মিনতি আমি,
ছাত্র শিক্ষক মধুর সম্পর্কটা
দাও ফিরিয়ে স্বামী।
ধন্যবাদ অবেক্ষণ পত্রিকার সম্পাদক মহাশয়কে আমার কবিতা আপনার পত্রিকায় স্থান দেওয়ার জন্য। মহালয়ার শুভেচ্ছা রইল।