সকালের ব্যাকরণ
খোদেজা মাহবুব আরা, রাজাবাড়ি, সাভার, ঢাকা ##
ইচ্ছে হলেই ডানা মেলতে পারিনা আকাশ নীলে,
এখানে গুটানো অস্তিত্ব বলয়,
অন্ধকার সৃজন করে অন্য এক আতংকের পৃথিবী,
ভীত সন্ত্রস্ত পলাতক সুখ নদীর বিপরীত স্রোত,
পারলে তো উড়ে যেতাম পাহাড় সাগর পেড়িয়ে
তোমার চিরঞ্জীব আড্ডা ঘরে
প্রিয়জনের বসবাস তোমার ঘরে,
জানি আর আসবেনা
তবু রহস্য ঘেরা অচেনা অলীক স্পর্শে
আমায় ছুঁয়ে যায় বারবার
নির্জন রাতগুলো অলীক সঞ্চারনায়
কেটে যাচ্ছে অনুভবের গহীনে,
এক নিশব্দ যন্ত্রণার বৃক্ষ
অবলীলায় জড়িয়ে নিচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রহরের নির্যাস
ক্রমশ ফুরিয়ে যাচ্ছে যাপিত জীবনের কাব্য,
এখানে এক একটা রাত বিমর্ষতার চিত্রপাঠ,
অচেনা কম্পনে আমি নিয়ত পাঠ করে যাই
নিঃশব্দ সকালের ব্যাকরণ।