সহজাত ধর্ম
উদয়ন চক্রবর্তী ##
রজনীগন্ধা আর ধূপের মধ্যে
একটা বোঝাপড়া আছে–ঝগড়াও আছে
ফুলসজ্জায় প্রজন্ম প্রকাশ দেখে বিতৃষ্ণায় কেঁদে উঠে মুখ ঘুরিয়ে
সহজেই পৌঁছে যায় বিদায়ী জীবনের
কাছে সহজাত আত্মত্যাগের নিজস্ব ধর্মে,
মানুষ বোঝে না বুঝতে চায়না ওর বিষাদ।
কত রজনীগন্ধা মানুষ হয়ে ঝরে যায়
কত ধূপ নিজেকে পুড়িয়ে সুগন্ধি ছড়ায়
কত জীবন বিনা অজুহাতে ধূপ হয়ে
জ্বলন্ত আগুনের ভেতর বরফ ছড়িয়ে বাস্প হয়ে মুখ বুজে সয়ে নেয় দহন
বোঝা যায়না সে দহনের গভীরতা।