সামনে – পেছনে
শর্মিষ্ঠা বিশ্বাস ##
মনে হয়, কত কাজ বাকি পরে আছে।
বর্ষা, যেতে গিয়েও ঘুরে ঘুরে তাকায় – পেছনে।
মা দুর্গাও তো এমন-ই!
দুরবর্তী জায়গায় ফিরে যাওয়া তো!
সময় বড় মুল্যবান বলে, তিনদিনের সফরের
পায়ের ছাপ
আর
ঘাস ফড়িং এর ডানাগুলো
রেখে আসা মেঘের লকারে।
এসব গোছানো কাজ।
অগোছালো যেগুলো, সেগুলো ঝরাপাতা।
হাসিখুশি বাতাসে মিশে আছে
অসমাপ্ত গল্পটার মূল আকর্ষণ।
শরৎকাল এলে, সাদা স্তুপের মেঘেরা জলকেলি করতে নামবে।
অল্প অল্প হিম পরলে
শান্ত, স্থির হয়ে থাকা ভোরের খেলার মাঠ
ফড়িং এর যুগের সাথে ভালোবাসায় শ্রী মন্ডিত হলে
আমিও জগজ্জননী হয়ে ফিরে আসবো ফড়িং এর ডানায় ভর করে।