সুখের রং
সুজাতা মিশ্র(সুজান মিঠি), সোনারগরিয়া, পূর্ব বর্ধমান
রং জমেছে মেঘের কোলে
ফাগুন গা আলতো ফিকে
রোদের কণা হলদে আবির
লাল চৈত ওই পুবের দিকে।
পলাশ মহুল মাথা নাড়ায়
মুঠো মুঠো রং ছোঁড়ে,
কৃষ্ণচূড়ার রঙিন আলোয়
আগুন এঁকে মন পোড়ে।
মান করেছে গোধূলী বালা
আরো যে তার চাই পাওয়া
তাইতো বুকে রঙের জ্বালা
আঁকড়ে এলো দখিন হাওয়া।
মাখলো আবির ফাগুন গা
আঁকল আবেগ ক্যানভাসে,
দোল এসেছে রং-জোয়ারে
সুখের আগুন, ফাগুন মাসে।