সূর্য উঠেনি
শক্তিপ্রসাদ ঘোষ, রবীন্দ্রনগর, কোচবিহার ##
তখনও সূর্য উঠেনি
কুয়াশা মেখে গায়
ধনেশপাখি ডেকে উঠে ছিল
মেন্দাবাড়ির জঙ্গলে
মণি রাভা
চ্যাংমারি হাটে গিয়ে
কিনে আনে
হাড়িয়া আর শুয়োরের মাংস
নাচ গানে জমে উঠে
রাত।
শক্তিপ্রসাদ ঘোষ, রবীন্দ্রনগর, কোচবিহার ##
তখনও সূর্য উঠেনি
কুয়াশা মেখে গায়
ধনেশপাখি ডেকে উঠে ছিল
মেন্দাবাড়ির জঙ্গলে
মণি রাভা
চ্যাংমারি হাটে গিয়ে
কিনে আনে
হাড়িয়া আর শুয়োরের মাংস
নাচ গানে জমে উঠে
রাত।