সৈনিক
শর্বরী চৌধুরী, সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা ##
পাশে পাশে হাঁটে অচরিতার্থ বেদনারা।
সমস্ত প্রাপ্তির মাঝে যখন ভেসে যেতে
চাই উল্লাসে, তখন ওরা কথা বলে ওঠে।
মূহূর্তে ঘনায় মেঘ, আর সেই মেঘ বুকে
নিয়ে আমি হাঁটি খুব ধীরে, রণক্লান্ত সৈনিকের মতো।
শর্বরী চৌধুরী, সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা ##
পাশে পাশে হাঁটে অচরিতার্থ বেদনারা।
সমস্ত প্রাপ্তির মাঝে যখন ভেসে যেতে
চাই উল্লাসে, তখন ওরা কথা বলে ওঠে।
মূহূর্তে ঘনায় মেঘ, আর সেই মেঘ বুকে
নিয়ে আমি হাঁটি খুব ধীরে, রণক্লান্ত সৈনিকের মতো।