সৌন্দর্য্য পিয়াসী
গৌতম নায়েক ##
গোলাপের লালিমাকে আমি নিবিড় করে পেতে চায়।
শুভ্র পোস্ত ফুলের সুগন্ধ আমায় মাতাল করে।
তীব্র আকর্ষিত হই শ্বেত বসনা কাঞ্চন জঙ্ঘার হাতছানিতে।
মেঘের ভেলায় নীল আকাশের গায় আমি চায় ভেসে বেড়াতে।
ভবঘুরের মতো বেড়াতে চায় সবুজ বনানী বা স্নিগ্ধ বিস্তৃত প্রান্তরে।
আমি পথ হারাতে চায় তোমার ভ্রমর কালো এক মেঘ চুলে।
তোমার সাগর গভীর চোখে আমি ডুব সাঁতার দিতে চায়।
জ্যোৎস্না রাতে তোমার পূর্ণিমাননে চোখ রেখে
কাটিয়ে দিতে চায় মায়াবী বসন্ত রাত।
সৌন্দর্য্য পিয়াসী যে আমি।
তবু মানুষের সব ইচ্ছে কি পূরণ হওয়ার?
ইচ্ছেরা থেকে যায় অধরা।