স্বপ্নফেরি
কৌশিক ভট্টাচার্য্য ##
ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা
একটু থেমে যেও
তুমি নাকি রংবেরঙের
স্বপ্ন ফেরি করো ?
মাঠের শেষে দূর দেশেতে
ওই যে ছোট্ট ছেলে
তোমায় পেলে স্বপ্ন নেবে
তাইতো দুচোখ মেলে ।
একলা ঘরে চুপটি বোসে
নাই যে তাহার কেহো
তুমি না হয় তারে কিছু
স্বপ্ন দিয়ে যেও ।
চলার পথে ক্লান্ত হলে
ওই যে পথের বাঁক
গাছের নিচে জিরিয়ে নিও
একটু ফেলে হাঁপ
সেই পথেতে কলশি কাকে
ওই যে মেয়ে আসে
সে যে বড়ো একলা
তারে কেউ ভালো না বাসে
পিপাশাতে কাতর হল
তার কাছেতে যেও
তুমি না হয় তারে কিছু
স্বপ্ন দিয়ে যেও ।
চলবে যখন মেঠো পথে
দেখবে দুচোখ মেলে
দুলছে ফসল কতরকম
বসুমাতার কোলে ।
তার মাঝেতে রোদে পোড়া
শরীরখানি আসে
ওই যে চাষী লাঙল কাঁধে
কোন সুবাসে ভাসে
সে যে অতি আত্মভোলা
কিছু গল্প করে যেও
তুমি না হয় তারে কিছু
স্বপ্ন দিয়ে যেও ।
নদীর ঘাটে আসবে যখন
অনেক ঘুরে ঘুরে
নায়ের উপর মগন মাঝি
ভাটিয়ালীর সুরে
নাই বা নিলে সুরের তালিম
একটু বসে যাও
দেশ-বিদেশের হাজার রকম
গল্প শুনে যাও
তার কাছেতে তুমি নদীর
স্রোতের খবর নিও
তারেও না হয় তুমি কিছু
স্বপ্ন দিয়ে যেও ।