স্যাট আপ

                               মানবেন্দ্র নাথ মাজী ##

রবীন্দ্রনাথের ‘মানভঞ্জন’ গল্পের চিত্রনাট্য অবলম্বনে শুটিং চলছে “মানভঞ্জন” –এর।

তপন থিয়েটারে  শুটিং চলছে জোর কদমে।

সাউন্ড-রোলিং-ক্যামেরা-অ্যান্ড —– ‘অ্যাকশন’।

প্রেক্ষাগৃহে জনা সত্তর জুনিয়র আর্টিস্ট– দর্শকের ভূমিকায়। ভ্যাপসা গরম, বারবার একই শট নেওয়া। টেকনিশিয়ান থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাই অধৈর্য হয়ে অপেক্ষা করছে কখন প্যাক আপ হবে ? এদিকে হল বুক করা আছে সকাল  ন’টা থেকে রাত  আটটা পর্যন্ত।

আটটা বাজতে তখনো কুড়ি মিনিট বাকি। সবারই বাড়ি ফেরার তাড়া। তখনো অনেকগুলো শট নিতে বাকি আছে। ডিরেক্টর খুব চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি ঠিক সময়ে শেষ করা যায়। তা না হলে পরে আর হল পাওয়া যাবে না। কিন্তু চারিদিকের সেই অধৈর্য পরিণত হয় হট্টগোলে। এমন সময়  ডিরেক্টর রেগে গিয়ে অডিয়েন্স এর উদ্দেশ্যে বলে —-   ‘স্যাট আপ’। ব্যাস !! মুহূর্তেই জুনিয়র আর্টিস্টরা হুড়োহুড়ি করে —- দে টান ছুট। ডিরেক্টর কিছু বুঝে ওঠার আগেই কাস্টিং ডিরেক্টর জানালো যে তারা    ‘ ‘স্যাট আপ’কে শুনেছে ‘প্যাক আপ’। শুটিংটাই মাটি হয়ে গেল সেদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =