হারানো মন
শাশ্বতী গোস্বামী, মেদিনীপুর ##
একচিলতে মেঠো দুপুর, ক্লান্ত ঘুমায় বেশ –
হরবোলাটার ডাকে জাগে মনখারাপের দেশ।
জৈষ্ঠ এসে শালবনে যেই হুল্লোড়েতে মাতে,
শ্রাবন ঝরে অঝোরধারে মনখারাপের ক্ষতে।
তোমার আমার একটা বিকেল ধানের শীষের ‘পর,
এলোখোঁপায় গন্ধরাজের দুরন্ত সৌরভ!
তোমার হাতে মেঘবালিকা, আঁচলওড়া বাঁকে
দু -দুটো মন হাতড়ে ফেরে নামভোলা মেঘটাকে।
আঁচলা ভরে বুনোফুলের বাসখানি নাও শ্বাসে,
দুখানি চোখ মিলন মানায় দূর মোহনায় এসে।
আমার আঙ্গুল ছুঁয়ে থাকে তোমার অনামিকায়
পড়ন্ত লাল সাক্ষী মানে স্মৃতির তন্বী রেখায়।
রোজ বিকেলের পাশাপাশি সবুজ দুটি মন,
আনমনে ঘাস ছিঁড়তো দাঁতে ছুটতো সারাক্ষন।
পায়ে পায়ে পেরিয়ে আসা আটপৌরে ভীড়,
ক্লান্ত শিশির ঢেউ গোনে সেই শান্ত নদীটির।
দিনগুলো সব হারিয়ে যাওয়া” সময়” ফিরে চায়,
মনগড়া মেঘ ঢেউ কেটে যায় আকাশ আঙ্গিনায়॥