হিম ঝির্ ঝির্
বদ্রীনাথ পাল ##
হিম ঝির্ ঝির্ ঝরছে শিশির ঘাসে পাতায় ডালে-
ঠক্ ঠকানো, কাঁপ ধরানো রোজ ভোরে,সকালে।
নড়িয়ে মাথা শুকনো পাতা খসছে একে একে-
উদাস ছবি কোন্ সে কবি রাখছে যেন এঁকে।
গাঁদার বনে আপন মনে করছে ভ্রমর খেলা-
চড়ুইভাতি মাতামাতি পৌষ পরবের মেলা।
পায়েস পিঠে লাগছে মিঠে নলেন গুড়ের সাথে-
হরেক মজা স্বপ্ন খোঁজা এখন শীতের রাতে।