হে ভৈরব
চিত্রা দাশগুপ্ত ##
হে ভৈরব, তুমি রুদ্র রূপে দেখা দাও
লাগুক তোমার পিনাকে টঙ্কার
বেজে উঠুক তোমার রুদ্রবীণা
আর এক বার তুমি মেতে ওঠ তান্ডবে !
তোমার তেজানলে সব গ্লানি
সব জরার হোক অবসান ।
ধরণীর কোলে ফিরে আসুক শান্তি,
দূর হয়ে যাক আতঙ্কের বিভীষিকা।
মনের সোনার ঘট ভরে উঠুক আলোক রাশিতে
উষার আশীষে বৈশাখের অভিষেক ধারায় স্নাত
ধরিত্রীর কোলে জেগে উঠুক অমৃতের পুত্ররা ।
বাজুক মৈত্রীর ঐক্যতান আকাশে বাতাসে।