৪০০ বৌদ্ধ পুরাকীর্তির সন্ধান মিলল পাকিস্তানে
পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের সোয়াবিতে ৪০০ বৌদ্ধ পুরাকীর্তির সন্ধান মিলল। দেশটির আর্কিওলোজি অ্যান্ড মিউজিয়াম দফতর জানিয়েছে, সোয়াবি জেলার বাবু দেহরি গ্রামে খনন করে এসব পুরাকীর্তি পাওয়া যায়।
পাকিস্তানে এটাই সর্বোচ্চ সংখ্যক পুরাকীর্তির সন্ধান পাওয়ার ঘটনা। এই সব পুরাকীর্তি বৌদ্ধ সভ্যতার নিদর্শন বলে জানা গেছে। বিপুল সংখ্যক এই নিদর্শনের সন্ধান পাওয়াকে নিজেদের বড় সাফল্য হিসেবে দাবি করেছে পাকিস্তানের আর্কিওলোজি অ্যান্ড মিউজিয়াম দফতর।
প্রায় ছয় মাস আগে ওই এলাকায় খননকাজ শুরু হয়। এরপর বিপুল পরিমাণ নিদর্শনের সন্ধান পাওয়া যায়। ওই জায়গাটি এখন সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।