ফেসবুকে নিষিদ্ধ হল ব্যক্তিত্ব যাচাইয়ের অ্যাপ
ফেসবুকে যে ব্যক্তিত্ব যাচাইয়ের লিংকগুলি আসে, এবার সেগুলিকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করেছে সংস্থাটি। কারণ, এই ধরনেরই একটি অ্যাপ থেকে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠেছে।
ফেসবুক থেকে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়ে যায়। বছরখানেক আগে কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেলের পর সামনে আসে বিষয়টি। তারপর এ নিয়ে কড়া পদক্ষেপ নিল ফেসবুক কর্তৃপক্ষ।
ওই অ্যাপগুলির যে লিঙ্ক দেওয়া হত, সেখানে ক্লিক করলে ফেসবুক ব্যবহারকারীদের সমস্ত তথ্য চাওয়া হত। তা না হলে ওই লিংক কাজ শুরু করত না। ফলে অনেকেই ব্যক্তিত্ব যাচাইয়ের নেশায় ওই অ্যাপে ফেসবুকে থাকা সমস্ত তথ্য দিয়ে দিতেন।
এভাবেই তথ্য চুরি হয়ে যেত। এর জন্য ফেসবুককেই দায়ী করেছেন অনেকে। তাদের বক্তব্য, ফেসবুক ওই সময় তথ্য চুরি আটকাতে কোনও ব্যবস্থা নেয়নি। ওই তথ্যগুলি কোথায় ব্যবহার হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা থাকলে আর সমস্যা হত না।