রথের মেলা

মৌসুমী চ্যটার্জী

চল না জিকো, মেলায় যাবি? পাপড় ভাজা কিনে খাবি ।
রঙীন বেলুন, দোলনা ঝোলা, চপ আর মুড়ি ঠোঙায় মোড়া ।
হাসি খুশি হই হুল্লোড়, ভীড়ের মাঝে একটা দুপুর ।
ভিডিও গেমটা সরিয়ে রেখে, চল্‌ না যাই আজ, স্রোতে মিশে ।
নীল আকাশে মেঘের ভেলা, রোদ বৃষ্টি মজার খেলা ।
বোন সুভদ্রাকে সাথে করে, দু-ভাই এল রথে চড়ে,
রঙীন কাগজ নক্‌সা কাটা, ফুলে মোড়া রথের চাকা।
চল্‌ না জিকো তাড়াতাড়ি, যাবে তাঁরা মাসির বাড়ি,
হেঁই মারো-মার, মোটা দড়ি, টানতে গেলেই হুড়োহুড়ি,
চল্‌-চল্‌-চল সবাই মিলে, আসবে যে আবার বছর পরে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =