অক্ষরকরবী
অরবিন্দ মাইতি, সেনহাট, হুগলি
##
কী ভালো যে লাগছে বিকেল, খোলা পিঠের মত মাঠ
আদর করে ডেকে যাচ্ছে এক ক্যানভাসে সব ছবি
পায়ের তলায় কাঁপছে আকাশ, উড়ন্ত এক ফড়িং
ভ্রমর রঙিন ঢেউ তুলে যায়, আগুন ভিজছে কবি।
আগুন ভিজছে একটি কিশোর, কিশোর তো নয়, পাগল–
শব্দ দিয়েই ফুলের মাল্য ছুঁড়ে যাচ্ছে অবিরাম
বাতাস হেসে খুন হয়ে যায় এ কাণ্ড কারখানায়
শব্দ ভিজছে, শব্দ লিখছে গোপন একটি খাম।
কার গায়ে ঐ রক্তপলাশ, কার ঠোঁটে কৃষ্ণচূড়া
এ কোন গোপন আগুন পাখি কাঁধের উপর হাত
যে কিশোরী ঝর্ণা খোঁজে তোমার চোখের পাতায়
তার খোঁপাতে পরিয়ে দিবি কাজল মাখা রাত।
আগুন ভিজছে একটি পাগল রুদ্ধ জানলা এসে
শব্দ দিয়ে চুমু দিচ্ছে সে মৃত্যুকে ভালবেসে।