ধূসর নক্সা
অভিজিৎ দাসকর্মকার, বিষ্ণুপুর, বাঁকুড়া
##
বসে মাঝ উঠোনে জলের সর তামাটে রং
পিতল থেকে হলুদ আভা চলে গেলে
গাঁদা ফুলটি জিংক অক্সাইড মাখে
পোকামাকড় আসেনা চুপচাপ মুখ
চোখে শসা হাতে টম্যাটোর ফর্সা স্তর
সেখানে বসেই
অ্যালুমিনিয়ামের দৃঢ়তায় পিতলটি একটা ডিম
দুটো আয়রন ট্যাবলেট আর
প্রেসক্রিপশনে রক্তচাপের অ্যানিমিক চলনে
তখনো ঢিমা ত্রিতাল বাজায়
মনের জোনপুরিতে
গাঁদা ফুলটি খোলতায়…
অঞ্জলিবাবার মধুতে প্রজাপতিরা আসে
গাঢ় ওয়ালপেপারে হলুদ তামা সাদাটে
ধূসর নক্সা…