শুণ্য গল্প

বিদ্যুৎ দেব, চট্টগ্রাম, বাংলাদেশ 

##

শুণ্য  শুনতে চাইনি। প্রিয় সংখ্যা নিলান। তার নাম এক। মানুষ উড়ায় ফানুষ।

শুরু-শেষে এক। শুণ্যে পূর্ণ নেই। জ্ঞাণ নেই প্রেমও! আছে ছলনার শ্রম !

এক এগারো হয়

এক একশো হয়

হাজার কোটিও হয়

ব্রহ্মান্ড ঘুরপাকে এক

শেষ বেলায় শূন্য মানে-

নীল আকাশ শাদা ফুল!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + three =