কথা দিচ্ছি
ধনঞ্জয় পাল
##
পৃথিবীর তাবৎ সুখ একদিন তো-
এনে জমা করেছি তোমার কাছে।
আজ তার থেকে একটি সুখ আমায় দিতে পারো!
নাহয়,একেবারেই দিতে হবে না;-
ধার দিও-দিন দুয়েকের মতো,
তাও না পারলে কয়েকটা মুহুর্ত-
কেননা সুখের সন্ধানে আমি পাগল।
একদিন পৃথিবীর সব শান্তি-
এনে জড়ো করেছি তোমার মস্তিষ্কে,
তার থেকে একটা শান্তি আমায় দাও।
আমি নতজানু হয়ে ভিক্ষা চাইছি,
কথা দিচ্ছি-প্রয়োজনে আবার ফিরিয়ে দেবো;
এখন শান্তির সন্ধানে আমি দিশেহারা।
কোন প্রচণ্ড সতর্ক মুহুর্তে;-
হয়তো অসতর্কভাবে তুমি হারিয়েছো-
আমার থেকে জমা নেওয়া একটি সুখ।
যেদিন যৌবনের প্রচণ্ড আবেগে
রক্ত দিয়ে লিখেছিলাম তোমার নাম
কী তীব্র সুখের আবেশে তুমি ভরপুর হলে-
সেই সুখ,সেই নাম দেখছি আজ
অবহেলায় পড়ে আছে বালুকাবেলায়।
তবুও তোমার সুখের জমাঘর থেকে,
শান্তির অনন্ত ভাণ্ডার থেকে-
একটা করে আমায় ধার দেবে না!
আমি শোধ করে দেবো,দেবোই
কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি।