অন্ধকার পূর্বাপর মৃত্যুর রাত্রি আমার
আব্দুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ
অন্ধকার পূর্বাপর মৃত্যুর রাত্রি আমার ;
কে সেই পথে ছিটিয়েছ মেঘ আকুন্দার ফুল,
এখন ও উঠেনি চাঁদ গোলা ভরা ধানের ভেতর
ইঁদুরের সোনার সংসার ; আমি ভাঙিনি বলে
অনাহার রাত্রি যাপন এই একান্ত নিরালায়।
তবু যদি বধুটির আঁচলের মত নৌকার পাল
বাতাসে মিশে একাকার হত, জলে স্বপ্ন দুলত
ফসলের মাঠে গন্ধ ছড়াত পৌষের। আমি তো
রাখালের করুণ বাশির সুর শুনে আলাপনে
নেমেছি, হেঁটেছি সেই পথে পথে চোখে কি
নেশা! সরিষার ক্ষেতে যেমন আগাছা আমি তাই;
আমি তাই মিশে যায়, ক্লান্তি নাই, অবসাদ একচুল।