আলোর শব্দ শুনি
অমিত বাগল
রিনরিন বেজে ওঠে তোর-আমার মন
ওই তো যখের ধন,প্রহরী-বিহীন
তারকাঁটা, বেড়াবাঁধা…জীবনের হয়!
কি ক’রে উদ্বাস্তু হবে
আলোক দেউল
তোর-আমার মন-মুখ এক ক’রে
এ আকাশ ও আকাশ
চাঁদ-সূয্যি-তারাদের হাটখোলা ঘরবাড়ি
দিঘি দিঘি রূপচাঁদা
ফুল ফুটে উঠলেও আলোর পূরবী
কে বাজায় আমি বেশ ভালো জানি
শুধু এই চামড়ার চোখে কিছু কিছু রোগ ভোগ বাসা ক’রে বলে কি মজা
তোর রূপ জানিনি–
অজানা অচেনা এক তিলিসমি খাজানা, ঝুমঝুম বাজে গো পায়েল