খোকার প্রশ্ন
আশিক ফয়সাল, স্বরূপনগর, উত্তর চব্বিশ পরগনা
ছবি দেখে ভাবে বসে
ছোট খোকা বজরুল
রবীন্দ্রনাথ মুসলিম ছিলো
হিন্দু ছিলো নজরুল ।
অল্প বয়স মনটা কচি
ভাবনা গুলোও বিন্দু ।
জানে দাড়ি মুসলিম রাখে
রাখে নাকো হিন্দু ।
তবু মনে প্রশ্ন যে তাই
জিজ্ঞেস করে কাকুর ।
নজরুল নামে ইসলাম কেনো
রবির কেন ঠাকুর ?
খোকার এমন প্রশ্নে কাকু
বললো কপাল কুঁচকে
বড্ড কঠিন প্রশ্ন যে তোর
শোনরে তবু পুঁচকে ।
বেশভূষা নাম হোক না যাতা
থাক বা না থাক দাড়ি ।
কর্ম গুণেই তারা সবার
মন নিয়েছে কাড়ি।
জগত জুড়েও নামটা তাদের
হয়নি নিজো ধর্মে
মরেও তারা অমর আজো
বরং তাদের কর্মে ।