শেষের কলম-কালি
সুদীপ্ত সেন, বীরভূম
ফুরিয়ে গিয়েছিল আলোকবর্তিকা, টেবিলে জমা থাকা অধেল কথাকলি
ফুরিয়ে গিয়ে তবু আবার একা একা,বাড়ির বেল বাজে পেরিয়ে কত গলি।
তুমি তো আসবেনা ভেবেছিলাম আমি, কত.. চিঠি সব জবাবে হাতছানি
সেদিন উত্তরে বলোনি কিছু তুমি,নিমেষে ঘুম ভাঙে অযথা তোকে টানি।
আজকে ফের চোখ তোমার চোখে রাখি জবাবে একখানা নিয়ন হাতে দিলে,
আজকে কিন্তু বদলে যাওয়া দেখি,চোখের দৃষ্টিতে কাজল ছুঁয়ে নিলে।
তুমি কী বলবে,প্রশ্ন করবনা। কত অপেক্ষার ভিতরে জাল বোনা
আমি কী ভাবছি, তুমি তা বুঝবেনা। ছোট্টো সিঁথি আজ কিন্তু ক্ষুদ্র না!