শিশিরের শব্দ
কাকলি গুহ রক্ষিত, দুর্গাপুর
শীত সকালের কাছে আমি নতজানু ,
তবু সে বেঁধে রাখে আমাকে।
আলস্য ঘিরে রাখে
কলতলা বাসন কাজের মাসি ডাকে,
অগত্যা বিরক্তি ভাঙ্গে।
শীত সকালের রোদ যেন দুষ্টু চড়ুই।
কমলালেবুর খোসায় বিদায়ের সুর
পাখিদের ঘরে ফেরার গান
অসহায় মানুষের কান্না
নক্ষত্রদের ভীড়ে হারিয়ে যায়।
উত্তরে হাওয়ার দাপটে
দরজা বন্ধ করি, কবিতা লিখি,
রাত নামে,শিশিরের শব্দে
ঘুম ভাঙে …