একটু উষ্ণতা
শুভনীতা মিত্র, দুর্গাপুর
জড়তা কাটিয়ে আগুনের পাশে বসেছি
তপ্ত বাতাস আলতো করে বলে যায়
পাতা ঝরে নতুনের প্রতীক্ষায়
খালি থাকে না কোনো অঙ্গন
শৈত্য নগরী কেড়ে নিতে পারে না
ধোঁয়া ওঠা একমুঠো ভাতের খিদে
মরচে ধরা বুকে অস্ত্র ঝলসে ওঠে
সমীকরণ পরতে স্বস্তির নিঃশ্বাস ফেলে