রোদের রুমাল
অমিত বাগল, চিত্তরঞ্জন
এখন
আর দেরি নয়…
সকাল সকাল তৈরি আমি
যাব মেঘ সরাতে
চোখে মুখে রোদ মাখাতে
এই মনে হয় রোদের বাড়ি
কতটা রোদ রুমালে বেঁধে আনতে পারি
দু চোখ ভরে মাখার পরেও তোমার জন্য রুমালে ক’রে
শালপাতা মোড়া চুনো মাছের মতো…
তাজা, চকচকে খুব
কিছুটা হকের, কিছুটা কপাল
আমার শীতের, রোদেলা যাপন