ছড়ার মেলা
মাধব মণ্ডল, সোনারপুর
১)
গাধাধিরাজ গাধা
যাচ্ছে শ্বশুর বাড়ি
মিষ্টি হরেকরকম
রংবেরঙের শাড়ি।
পথে হঠাৎ দেখা
একটা ছাগল লম্বা দাড়ি
মহানন্দে নাচল সেটা
সেও যাবে শ্বশুর বাড়ি।
গাধাধিরাজ গাধা
চালাক কি আর কম
মিষ্ট কথায় তুষ্ট করে
খাওয়ায় হরদম।
খাওয়ার ফাঁসে ফেঁসে গেল
ছাগলটা আর নাচ্ছে কই
গাধাধিরাজ গাধা এখন
শ্বশুরবাড়ি যাচ্ছে ঐ।
*****************
২)
খুকু গেল মেলায় সেবার
রামপুর হাটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।
হরেক রকম পুতুলগুলো
নানান দামে কাটে
নানান দামে কাটে ভাই নানান দামে কাটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।
একটা দু’টোয় মন ভরে না
সবগুলো সে ঘাঁটে
সবগুলো সে ঘাঁটে ভাই সবগুলো সে ঘাঁটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।
কিন্তু কে আর দিচ্ছে কিনে
শুধুই বুক ফাটে
শুধুই বুক ফাটে ভাই শুধুই বুক ফাটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।
মনের মত একটা কিনে
আপন মনে হাঁটে
আপন মনে হাঁটে ভাই আপন মনে হাঁটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।
*****************
৩)
ইল বিল বিল বিল
আমে মারে ঢিল
আম পড়ে ঝপাঝপ
ঝোলা ভরে টপাটপ।
ইল বিল বিল বিল
মারব মাথায় কিল
থাকবি পড়ে বিছানায়
করবি হায় হায়!
ইল বিল বিল বিল
ঐ উড়ে যায় চিল
ইয়াব্বড়ো ডানা
মুখে হাঁসের ছানা।
ইল বিল বিল বিল
মারল ছুঁড়ে ঢিল
ভাঙল চিলের ডানা
বাঁচলো হাঁসের ছানা।
*****************
৪
খিঁচুনি খিঁচুনি হনুমানের খিঁচুনি
খিঁচুনি কি খেয়েছিস তুই?
না না এই শোন বলবিনে কারো, খেয়েছি
তবে শুধু হনুমান নয়
অঙ্কের মাষ্টারেরও।
আদুরে আদুরে মেনু পুষি আদুরি মুনি
আদর কি করেছিস তুই?
না না এই শোন বলবিনে কারো, করেছি
তবে শুধু পুষি নয়
ও বাড়ির তুলতুলিরও।
****-********-********
৫
ঐ ছেলেটা পিল পিলেটা
অবাক চোখে তাকিয়ে খালি আছিস!
ভাবছি আমি অবাক হলি কিসে ?
আকাশটা না হয় নানা রংয়ের ঘরবাড়ি।
অমন ছবি আঁকতে পারে দিদিও
খাতা ভরে কত আঁকে ছবি
দেখতে দেখতে গান গেয়ে উঠি
দিদির আমার সোনা ফলানো হাত।
শিল্পী বড় হোক না আকাশ
কারো তো নেই ক্ষতি
দিদি আমার মাথায় বোলাক
নরম নরম আদর মাখা হাত।
*****************
৬
দেখাও দেখি নাকছাবি আর নাকের ছবি
তাই না দেখে দুষ্টু ছেলে এই আমিটা হোক কবি।
ওরে দুষ্টু ওরে কবি নাক তো আমার বেশ ধারালো
দেখলে দেখিস দেখে দেখেই পুষি টুষি ঘুম ছাড়ালো।
আমার ঘুমও ছেড়ে যাবে বাঃ বাহা বাঃ
ঘুম কাতুরে নামটা আমার উড়েই যাবে আঃ আহা আঃ।
*****************
৭
হাত নিশপিশ পা নিশপিশ
তবুও না মারি
শুয়োপোকাই হবে
প্রজাপতি চমৎকারই।
পিছু নেব আমরা
আগান বাগান ঘুরবে
পিছু নেব আমরা
ফুলে ফুলে উড়বে।
এসে বসে যদি
আইবুড়ো কারো গায়
খুশি খুশি কথা
লাগ লাগ বে তারো হায়!